Labels

Wednesday 1 July 2020

সবাই - অঞ্জন দত্ত (রঞ্জনা আমি আর আসবো না) / Sobai - Anjan Dutta

সবাই কেন গাইতে গেলে প্রেমের গান'ই গায়?!!
ঘুরে-ফিরে ভালোবাসার কথাটাই
আমি অন্য কিছু গাইবো বলে তোমার কাছে এসে
সবাই কেবল সবাই হয়ে যাই.............

সবাই আগলে রাখে, তাদের শরীরের ভেতরে, ভালোবাসার সত্যি কথাটাই
আমি অন্য কিছু করবো বলে তোমার কাছে এসে..
আমি সবাই... কেবল সবাই হয়ে যাই!
তাই সবার মতো লিখছি আমি একটি প্রেমের গান
সবার মতো তোমাকেই চাই
বলছে তোমায় একই কথা গীতি-বিতান
আমি অন্য কিছু নই..আমি সবাই..

আমার আকাশ আমি যতই হাজার অন্য রঙে আকি
আকাশ সে তো নীলi থেকে যায়...
আমার সাদা কালো শহর সে তো সাদা-কালো থাকে আমি যত রঙিন নিয়ন চাl্লাই।
কত হাজার হাজার শরীর আমায় রোজ ছুয়ে যাচ্ছে তাতে গন্ধ আমার নাকে মুখে গায়
নিয়ে চলছি আমি তাদের লজ্জা আমার দু'চোখে
আমায় নিয়ে চলছে যে সবাই
তাই সবার মতো উঠতে হবে আমাকেও কাধে
বয়ে যেতে হবে একই গঙ্গায়
আমি অন্য কারো হাতের ভেতর একমুঠো ছাঁই‍...।
আমি অন্য কিছু নই আমি সবাই..

Shobai Keno Gaite Gele Premer Gaan'e Gaay?!
Ghure-Fire Valobashar Kothatay
Ami Onno Kichu gaio bole tomar kache eshe
Sobai kebol Sobai hoye jai...

Shobai Agle Rakhe Tader Shorirer vitore valobashar shotti kothatai...

No comments:

Post a Comment